ঊষার আলো রিপোর্ট : বিবিসি রেডিও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে ৫০ জন তরুণ-তরুণীর কথা তুলে ধরা হবে। সেখানে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটেনের এমপি রুশনারা আলির সাথে তালিকায় আছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
এ অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ প্রজন্মের কাজ এবং সাফল্য তুলে ধরা হবে। একইসাথে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে তাদের মতামত ও বাংলাদেশের ঐতিহ্য তারা কীভাবে দেখছেন এ বিষয়টি উঠে আসবে। অভিনেত্রী নুসরাত ফারিয়া দেশে থাকলেও ইউনিভার্সিটি অব লন্ডনে পড়াশোনা করছে বলে তার নাম তালিকায় রয়েছে। এ বিষয়ে ফারিয়া জানান, অনুষ্ঠানে অংশ নেওয়া বেশিরভাগ তরুণ-তরুণী যুক্তরাজ্যে বসবাস করে। এ উদীয়মানদের কাতারে আমার নামটা আছে এজন্য আমি এতে সম্মানিত বোধ করছি। এ জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।
(ঊষার আলো-আরএম)