UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তিন বছরের বিবাহিত জীবন ৩০ বছরের হোক: রোশনি

ঊষার আলো
অক্টোবর ১৪, ২০২৪ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: আইনি বিয়ের তিন বছর। চারদিকে ভাঙনের খেলা। এর মাঝেও বেঁধে বেঁধে থাকা! এ রহস্য বিয়ের জন্মদিনে ফাঁস করলেন টালিউড অভিনেত্রী রোশনি ভট্টাচার্য।

দিনভর জুটিতে কী করছেন? জানতে চাইল আনন্দবাজার। ফোনের ওপারে হাসি আর উচ্ছ্বাসের আওয়াজ তরঙ্গে ভেসে এলো। নিজেকে সামলে রোশনি বললেন, তিন বছর আগে। অর্থাৎ ২০২১ সালের আজকের এই দিনে তারা আইনি বিয়ে সেরেছিলেন। দুই পরিবারের প্রত্যেক সদস্যের উপস্থিতিতে। হাসতে হাসতে এ অভিনেত্রী বললেন, সেদিনই— আগামী তিন বছরের তিনবারের মালাবদল সেরে নিয়েছিলাম।

তূর্য পেশায় ব্যবসায়ী। তিনি কোনো বিনোদন জগতের মানুষ নন। স্বামী হিসাবে তাকে বেছে নেওয়ার পর রোশনির গায়ে ‘অর্থলোভী’ তকমা সেঁটে গিয়েছিল। চূড়ান্ত কটাক্ষ শুনতে হয়েছে তাকে। তূর্য কোন মন্ত্রে সেসব দূরে সরিয়ে সফল জীবনসঙ্গী?—এমন প্রশ্ন রাখতেই চটপট উত্তর দিলেন রোশনি—খুব শান্ত, কারও কথা কানেই তোলে না। খুব ভালো রাঁধতে পারে। ওর হাতের জাদুতেই তো তিন বছর মুগ্ধতার মধ্য দিয়ে কেটে গেল। আগামীতে তিনের পাশে যেন একটা শূন্য বসে, এমন আবদার জানাতেও ভোলেননি অভিনেত্রী।

ভোজনরসিক স্বামী তার নায়িকা স্ত্রীকে এ দিন রেঁধেবেড়ে খাওয়াচ্ছেন চিংড়ি, ইলিশ, পমফ্রেট। নায়িকা স্ত্রীকে যত্নে রাখতে আর কী কী করেন তূর্য? একটু ভেবে জবাব দিলেন রোশনি— খুব বেশি কিছু করে না। মন দিয়ে আমার কথা শোনে। সব ব্যাপারে নাক গলায় না। আমায় নিজের মতো থাকতেও দেয়।

স্ত্রীর নামে গুঞ্জন শোনার পরও স্থির থাকেন? হো হো করে হাসতে হাসতে নায়িকা বললেন—আমরা খুব হাসতে পারি। আমরা সব বিষয়েই হাসি। আমার নামে কোনো গুঞ্জন শুনলেও তূর্য একই ভাবে হাসে। হেসে উড়িয়ে দেয় সবটা।

যাবতীয় মনোমালিন্য, দূরত্ব ও খারাপ লাগা নাকি এ হাসির দাপটেই মুছে সাফ হয়ে যাক বলেন জানান রোশনি।

ঊষার আলো-এসএ