UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তৃপ্তিকে পর্দার মা হিসেবে বেছে নিলেন সৌরভকন্যা

ঊষার আলো
জুন ৪, ২০২৪ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: সৌরভের গাঙ্গুলির বায়োপিক আসছে, এ খবর বহু পুরানো। তবে কবে আসছে, কে সেই সিনেমা বানাবেন তা নিয়ে নানান জল্পনা ছিল। অবশেষে বায়োপিকে সৌরভ গাঙ্গুলি হয়ে ধরা দিতে যাচ্ছেন আয়ুষ্মান খুরানা! আর স্ত্রীরূপে শোনা যাচ্ছে সাহসী অভিনেত্রী তৃপ্তি দিমরির নাম।

এবার সৌরভের বায়োপিকে সৌরভকন্যা সানা গাঙ্গুলি নিজেই বেছে নিলেন পর্দার মাকে। ভারতীয় গণমাধ্যমে মেয়ের ইচ্ছের কথা ফাঁস করলেন সৌরভ নিজেই। সানা নাকি আয়ুষ্মান খুরানার বিপরীতে ডোনার চরিত্রে তৃপ্তি দিমরিকে চাইছেন।

রণবীর কাপুরের সঙ্গে শয্যাদৃশ্যে ঝড় তোলার পর আচমকাই নায়িকা রাশমিকা মান্দানাকে বাইপাস করে ‘ন্যাশনাল ক্রাশ’ হয়ে উঠেছিলেন তৃপ্তি। তার ঝুলিতেও বর্তমানে একাধিক বড় কাজের সংখ্যা। করণ জোহরের ধড়ক ২, কার্তিক আরিয়ানের সঙ্গে ভুলভুলাইয়ার সিক্যুয়েলের মতো সিনেমা রয়েছে অভিনেত্রীর হাতে।

ঊষার আলো-এসএ