UsharAlo logo
রবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দলকে সুসংগঠিত করতে ঐক্যের কোনো বিকল্প নেই: এমপি বাবু

pial
ডিসেম্বর ১২, ২০২২ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, দলকে সুসংগঠিত করতে ঐক্যের বিকল্প নেই,তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে দলকে সুসংগঠিত করতে হবে।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে সংগঠিত হলে আওয়ামী লীগ সুসংগঠিত হবে, আমরা সকলে ভালো থাকবো। এমপি বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। উন্নয়ন হয় এ দেশের।

তিনি রবিবার বিকালে পাইকগাছার লতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন, লতা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সংগঠনের ইউনিয়ন কমিটির সভাপতি গৌতম রায়ের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা সংগঠনের সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আবু হানিফ, স্পেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রিজভী আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এমএম আজিজুর রহমান রাসেল, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, আওয়ামী লীগ নেতা নির্মল বৈদ্য, মঙ্গল মন্ডল, বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান জেলা নেতা মোঃ সরোয়ার হোসেন, মাহামুদুনন্নবী মিল্টন, মোঃ অহেদুজ্জামান, আবু সালেহ বাবু, এস এম আসাদুজ্জামান নুর, প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন। লতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সঞ্জিব মন্ডলের পরিচালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা ইমদাদুল হক টিটু, জেলা ছাত্রলীগ নেতা শেখ মোঃ রাসেল, অনুপম যুবনেতা সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, এম এম আজিজুল হাকিম, স্বেচ্ছাসেবকলীগের সেবানন্দ রায়, গফ্ফার খাঁ, প্রভাষক বজলুর রহমান, মাহাফুজুল হক কিনু, মোঃ জাহাঙ্গীর আলম, বাশারুল ইসলাম বাচ্চু, সমারেশ বিশ্বাস, উজ্জ্বল মন্ডল, অসিত মন্ডল, মোঃ কামরুজ্জামান, মোঃ শিমুল গাজী, হামিম সানা, তেজেন মন্ডল, রাজিব গোলদার, সোহাগ হোসেন বাবু, নাহিদ হোসেন বাবু, গাজী মিজানুর রহমান, আলহাজ্ব রফিকুল ইসলাম, ওয়াহিদুজ্জামান মোড়ল, ইউপি সদস্য শওকত হাওলাদার, কুমারেশ মন্ডল, পুলকেশ মন্ডল ইউনুস আলী মোড়ল, দীপংকর মন্ডল, ইদ্রিস আলী, মৃগাঙ্ক বিশ্বাস, রিপন মন্ডল, মোস্তাফিজুর রহমান মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানজিম মুস্তাফিজ বাচ্চু, শেখ রাজু, হাফিজুর রহমান, লাভলু গোলদার, উপজেলা যুবলীগের সাবেক সদস্য নাজমা কামাল, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, সাব্বির হোসেন,আজমল হোসেন বাবু, ইমরান হোসেন, অহিদুজ্জামান, আসিফ, নুর আলম সহ লতা ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনে বিদ্যুৎ কুমার মন্ডল সভাপতি ও পলাশ বাছাড় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

(ঊষার আলো-এফএসপি)