UsharAlo logo
বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘদিন পর নতুন চলচ্চিত্রে আসাদুজ্জামান নূর

pial
মে ২৯, ২০২২ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : কিংবদন্তি সাংস্কৃতিক ব্যক্তিত্বে এবং সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন নাটকে অভিনয় করে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। তবে মানুষের মনে জায়গা করে আছেন ‘কোথাও কেউ নেই’ নাটকে বাকের ভাই চরিত্রের অভিনয়ে।

দীর্ঘদিন পর আবার নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটির নাম ‘চাঁদের অমাবস্যা’। সিনেমাটি নির্মাণ করেছেন ‘মেঘমল্লার’খ্যাত নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন এবং সিনেমাটির স্ক্রিপ্টও লিখেছেন এই নির্মাতা নিজেই।

জানা গেছে, সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস থেকে নির্মিত হচ্ছে ‘চাঁদের অমাবস্যা’ সিনেমাটি। মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের কিছু লোকেশনে এ সিনেমার দৃশ্যধারণের কাজ হয়েছে। তবে শুটিং শেষে এখন ডাবিংয়ের অংশ বাকী রয়েছে।

‘চাঁদের অমাবস্যা’-তে আসাদুজ্জামান নূর ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, দিপান্বিতা মার্টিন, শাহানাজ সুমি, তনয়সহ বেশ কিছু শিশুশিল্পীও।

(ঊষার আলো-এসএইস)