UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দেশবাসীর কাছে দোয়া চেয়েছে কবরীর ছেলে

ঊষার আলো
এপ্রিল ১৬, ২০২১ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার থেকে লাইফ সাপোর্টে রয়েছে ঢাকার সিনেমার মিষ্টি মেয়ে কবরী। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী ও রাজনীতিকের অবস্থা এখনও আগের মতো জানিয়ে মায়ের জন্য দোয়া চেয়েছে তার ছেলে।
সারাহ বেগম কবরী! যার মিষ্টি হাসিতে বুঁদ হয়েছিল বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমীরা। সত্তরোর্ধ্ব এই অভিনেত্রী ও রাজনীতিক এখন লাইফ সাপোর্টে। করোনা আক্রান্ত কবরীর ফুসফুসের অবস্থা ভালো নয় বলে বৃহস্পতিবার জানিয়েছিলেন চিকিৎসকরা।
১৬ এপ্রিল শুক্রবার দুপুরে কবরীর ছেলে শাকের চিশতী বলেন, মায়ের অবস্থা স্থিতিশীল রয়েছে। মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
হঠাৎ খুসখুসে কাশি ও জ্বরে আক্রান্ত হলে করোনার নমুনা পরীক্ষা করান কবরী। ৫ এপ্রিল ফলাফল পজিটিভ আসে। ওই রাতেই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ৮ এপ্রিল দুপুরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ এপ্রিল বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

(ঊষার আলো- এম.এইচ)