UsharAlo logo
মঙ্গলবার, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন রূপে আলিয়া

usharalodesk
সেপ্টেম্বর ৭, ২০২৪ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। একাধিক জনপ্রিয় হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। গত বছর করণ জোহর পরিচালিত ‘রকি আর রানি কি প্রেম কাহানি’ সিনেমা দিয়ে নতুন করে নজর কাড়েন আলিয়া।

এবার নতুন সিনেমার খবর দিলেন অভনেত্রী। পরিচালক করণ জোহরের সিনেমা ‘জিগরা’য় দেখা যাবে আলিয়াকে, সঙ্গে আছেন বেদাং রায়না। আগামী ১১ অক্টোবর হলে আসছে জিগরা।

বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে প্রকাশ পেয়েছে সিনেমাটির দুটি পোস্টার। এতে দেখা গেছে, আলিয়ার বহু প্রতীক্ষিত ‘জিগরা’ লুক।

সিনেমাটির পোস্টারে দেখা গেছে পেছনে দাঁড়ানো বেদাং রায়না। পেছন ফিরে পিঠে ব্যাগ আর হাতে হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন আলিয়া ভাট। ক্যাপশনে লেখা হয়েছে— তুমি আমাকে রক্ষা করার জন্য আছ।

আরেকটি পোস্টারে আলিয়ার চেহারা দেখা গেছে। কাদামাটি মাখা শার্টের ওপরে সার্ভাইভাল ভেস্ট পরা। এক হাতে হাতুড়ি, আরেক হাতে ধারালো অস্ত্র। এ পোস্টারের ক্যাপশনে লেখা—কাহিনি অনেক লম্বা আর ভাইয়ের কাছে সময় অনেক অনেক কম।

ছবিতে আলিয়া ও বেদাং রায়নাকে দেখা যাবে ভাইবোনের চরিত্রে। একেবারেই ভিন্ন ধাঁচের গল্পে আসছে ‘জিগরা’।
জিগরা ছাড়াও আলিয়াকে দেখা যাবে সঞ্জয়লীলা বানসালির নতুন সিনেমায়। তার বিপরীতে থাকবেন ভিকি কৌশল ও রণবীর কাপুর।

ঊষার আলো-এসএ