UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপদ সড়ক চাই পাইকগাছা উপজেলা শাখার সংবাদ সম্মেলন

pial
নভেম্বর ২, ২০২২ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : দুর্ঘটনা মুক্ত নিরাপদ সড়কের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছা উপজেলা শাখা এ সংবাদ সম্মেলন করে।

লিখিত সংবাদ সম্মেলনে নিসচা নেতৃবৃন্দ বলেন, সড়ক দুর্ঘটনায় দেশে প্রতিদিন অগণিত মানষের অকাল মৃত্যু ঘটছে। সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে দীর্ঘ ২৯ বছর কাজ করছে। তারা বলেন, বর্তমান সময়ে সকল রাস্তা-ঘাটে যানবাহনের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। অদক্ষ চালক এবং যাত্রীদের মধ্যে সচেতনতার অভাবে প্রতিনিয়ত দুর্ঘটনা এবং মৃত্যু ও আহতের সংখ্যা বাড়ছে।

জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সড়ক দুর্ঘটনা রোধে নিরাপদ সড়ক চাই সংগঠনের পাশাপাশি সবাইকে দুর্ঘটনারোধে এগিয়ে আসতে হবে। মালিক-শ্রমিকের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। সবাইকে সড়ক আইন মানতে হবে। তাহলেই দুর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। সংবাদ সম্মেলনের মাধ্যমে দুর্ঘটনা মুক্ত নিরাপদ সড়কের দাবী জানান নিসচা পাইকগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, নিসচা উপজেলা শাখার সভাপতি এইচএম শফিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, পল্লী চিকিৎসক সিরাজুল ইসলাম, মিনারুল ইসলাম ও মাসুম বিল্লাহ।

(ঊষার আলো-এফএসপি)