টালিউড অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে একটা নাম প্রায় একসঙ্গেই উচ্চারিত হয় তা হল কৌশানি মুখোপাধ্যায়। রিল ও রিয়েল দুই ক্ষেত্রেই বেশ জনপ্রিয় জুটি। ২০১৪ সালে ‘বরবাদ’ ছবি দিয়ে বিনোদন জগতে পা রেখেছিলেন বনি। তারপর ‘পারব না আমি ছাড়তে তোকে’, ‘তোমাকে চাই’, ‘জিও পাগলা’-র মতো একাধিক মূল ধারার সিনেমায় কাজ করেছেন নায়ক।
অন্যদিকে, কৌশানি প্রথম দিকে মূলধারার ছবিতে বেশি করে নজর কাড়লেও, বর্তমানে অন্যধারার ছবিতেও সাবলীলভাবে কাজ করে চলেছেন। কিন্তু সেখানে বনিকে সেভাবে অন্যধারার ছবিতে দেখা যায় না।
টালিউডের এই জনপ্রিয় জুটি মিলে শুরু করেছেন একটি প্রযোজনা সংস্থাও। তবে এই সব কিছুর মাঝেই একটা প্রশ্ন প্রায়ই বনি-কৌশানি জুটির অনুরাগীদের মনে উঁকি মারে, যে তারা কবে বিয়ে করছেন?
এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন বনি। তিনি জানালেন, ‘এখনো এরকম কিছু কনফার্ম হয়নি। আমাকে একটা সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, কবে বিয়ের প্ল্যান করছি। আমি বলেছিলাম, এই বছরে সম্ভব না। আমাদের দু’জনেরই অনেক কাজের চাপ আছে। এছাড়া আমি সবেমাত্র নতুন ফ্ল্যাট বুক করেছি। সেটা পুরোটা তৈরি হওয়ার পর বিয়ে করতে করতে পরের বছর হবেই। এটুকুই বলেছিলাম, কিন্তু নিশ্চিতভাবে বিয়ে করছি, এটা কীভাবে রটে গেল জানি না।’
অভিনেতা আরও বলেন, ‘আমাদের এখনো বিয়ে নিয়ে কোনো আলোচনাই হয়নি। তবুও বিয়ের খবর রটেছে।’
বাংলার পাশাপাশি এই মুহূর্ত ওড়িশ্যা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বনি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘আজিরা রেবতি’। এই ছবিতে তার অভিনয় বেশ প্রশংসিত। চলতি বছর ঈদে মুক্তি পেয়েছে অভিনেতার বাংলা ছবি ‘হাঙ্গামা ডট কম’। এছাড়াও হাতে রয়েছে আরও বেশ কয়েকটি কাজ।
ঊষার আলো-এসএ