UsharAlo logo
শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নেহার অপমানে যা বললেন স্বামী রোহনপ্রীত

বিনোদন ডেস্ক
মার্চ ৩০, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

মেলবোর্নে কনসার্টে মঞ্চে গান গাইতে উঠে একের পর এক কটাক্ষের শিকার হন নেহা কক্কর। তিন ঘণ্টা দেরিতে পৌঁছানোয় নানা কটূক্তির শিকার হন তিনি। ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হয়েছে।

কেন দেরি করে অনুষ্ঠানে পৌঁছেছিলেন তিনি, সেটাও অবশ্য জানিয়েছিলেন নেহা।

তিনি জানান, উদ্যোক্তারা নাকি তার থাকার কোনো রকম ব্যবস্থা করে দেননি।

স্বামী রোহনপ্রীত শেষ পর্যন্ত সব কিছু ব্যবস্থা করেছিলেন। অনেক প্রতিকূলতা পেরিয়ে মঞ্চে উঠতেই, রীতিমতো এক ঝড়ের মুখে পড়েন নেহা। এবার রোহনপ্রীত অর্ধাঙ্গিনীর এই অপমান নিয়ে ফুঁসে উঠলেন।

রোহন জানিয়েছেন, আগে থেকে কোনো কিছু অনুমান করে নেওয়ার চেয়ে বিষয়টি এক বার বিবেচনা করে দেখা জরুরি। রোহন বলেন, ‘আমরা সত্যিটা না জেনেই অনেক সময় সিদ্ধান্ত নিয়ে

তার কথায়, ‘কিন্তু পুরোটা না জেনে কাউকে বিচার করা উচিত হবে না। সকলেরই বিষয়টি মেনে চলা উচিত। আমি নেহা এবং গোটা ব্যান্ডকে কুর্নিশ জানাই, এত কিছুর পরেও ওরা অনুষ্ঠান করে গিয়েৃছে।’

ঊষার আলো-এসএ