UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরীমনির ফের রিমান্ড আবেদন, কাল শুনানি

ঊষার আলো
আগস্ট ১৮, ২০২১ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মাদক মামলায় কারাবন্দি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে ফের দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে সিআইডি বিষয়ে আগামীকাল (বৃহস্পতিবার) আদালতে তার উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হবে

বুধবার (১৮ আগস্ট) ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে তার জামিন শুনানির দিন ধার্য ছিল। শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষ বলেন, পরীমনির ফের দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। কাল তার উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে

তখন বিচারক জানান, যেহেতু তার রিমান্ড আবেদন আছে, সেহেতু আইনগতভাবে জামিন শুনানি হয় না। পরে পরীমনির আইনজীবী জামিন আবেদন প্রত্যাহার করে নেন। বৃহস্পতিবার পরীমনির জামিন আবেদন করবেন বলে জানিয়েছেন আইনজীবী মুজিবুর রহমান

সোমবার (১৬ আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) রেজাউল করীম চৌধুরীর আদালতে পরীমনির জামিন আবেদন করেন আইনজীবী মজিবুর রহমান। পরে শুনানির জন্য আদালত আজ (বুধবার) দিন ধার্য করেন

(ঊষার আলোআরএম)