UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় জাতীয় শোক দিবস পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, পৌরসভা, আওয়ামী লীগ, নৌ-পুলিশ, লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, টেকনিক্যাল কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খুলনা পল্লি বিদ্যুৎ সমিতি, বোয়ালিয়া বীজ উৎপাদন খামার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সাব রেজিস্ট্রি অফিস, সোনালি ব্যাংক, শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থা, মফস্বল সাংবাদিক ফোরাম, উত্তরণ, এ্যাওসেড, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, মৌচাক সাহিত্য সংসদ, দি রাইজিং সান প্রি-ক্যাডেট হাইস্কুল, ইউনিভার্সাল এডাস স্কুল সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এরপর উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা, যুব ঋণের চেক ও চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম ও পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গির, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের কেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) তুষার কান্তি দাস, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, সাহেব আলী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, লোনাপানি কেন্দ্রের উপ-পরিচালক কামরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, নৌ-পুলিশের এসআই মিন্টু হোসেন, জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার, শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি সুরাইয়া বানু ডলি, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। অপরদিকে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার সকল মসজিদে দোয়া ও মিলাদ মহফিল এবং মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।