UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় ৪ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
জুলাই ১৬, ২০২৩ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা থানা পুলিশ ৪ কেজি গাঁজা সহ ফারুক হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক ফারুক হোসেন উপজেলার ঘোষাল গ্রামের বদর উদ্দীন গাজীর ছেলে। শনিবার সন্ধ্যায় এসআই সাদ্দাম হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ফারুক হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে রান্না ঘরের মাটিতে প্লাস্টিকের বালতিতে পুঁতে রাখা ৪ কেজি গাঁজা উদ্ধার করে।

এ সময় পুলিশ ফারুককে আটক করে। এ ব্যাপারে ওসি রফিকুল ইসলাম বলেন, ফারুক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন সে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। এ ঘটনায় থানার এসআই সাদ্দাম হোসেন বাদী হয়ে ফারুক হোসেনকে আসামি করে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।