UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছার তরুণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৩ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছার তরুণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে জনশুমারী ও গৃহগণনা ২০২১ প্রকল্পের আওতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪২০ জন মেধাবী শিক্ষার্থীকে ট্যাব প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করেন সংসদ সদস্য  আক্তরুজ্জামান বাবু। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম কবির। বক্তব্য রাখেন যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, মানবেন্দ্র মন্ডল ও শফিকুল ইসলাম মোড়ল।