UsharAlo logo
সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছার দেলুটির মাটির রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

pial
নভেম্বর ২২, ২০২২ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার দেলুটির মাটির রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সংস্কার কাজের উদ্বোধন করেন দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল।

উল্লেখ্য, ইউনিয়নের ৩নং ওয়ার্ড জকারহুলা গ্রামের পূর্ব বেড়িবাঁধের ৫নং গেট হতে পশ্চিম অভিমুখে হরিপদ মন্ডলের বাড়ী পর্যন্ত ৩ হাজার ফুট দৈর্ঘ্য- ৮ ফুট প্রস্থ ও ২ ফুট উচ্চতা সমৃদ্ধ জনগুরুত্বপূর্ণ রাস্তাটি রেড ক্রিসেন্ট সোসাইটির উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচির সহযোগিতায় সংস্কার ও উন্নয়ন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা রেড ক্রিসেন্ট কর্মকর্তা শাহাদৎ হোসেন রানা, ইউপি সদস্য চম্পক বিশ্বাস, লক্ষ্মী রানী সরকার, রেড ক্রিসেন্ট কর্মকর্তা জহিরুল ইসলাম, মামুনুর রশিদ, প্রতীমা ঢালী ও শাওন মালাকার।

(ঊষার আলো-এফএসপি)