UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছা পৌরসভা বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত

pial
নভেম্বর ১৬, ২০২২ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা পৌরসভা বিএনপি’র সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি’র আহবায়ক এ্যাডঃ জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সিনিয়র যগ্ম আহবায়ক কাউন্সিলর এস এম ইমদাদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোল্ল্যা মোশাররফ হোসেন মফিজ। বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ম আহবায় শেখ শামছুল আলম পিন্টু, উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ আব্দুল মজিদ, জেলা নেতা সরদার আব্দুল মালেক, শাহদাৎ হোসেন ডাবলু, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ, সেলিম রেজা লাকী, তুষার কান্তি মন্ডল, কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আবুল হোসেন, আতাউর রহমান, কাজী নেয়ামুল হুদা কামাল, গাজী আব্দুস সালাম, আয়ুব মোল্লা, কাউন্সিলর ইমরান হোসেন, রুহুল কুদ্দস, মোস্তফা মোড়ল, মতলেব গাজী, ডাঃ শাহবুদ্দিন আহমেদ ও খায়রুল ইসলাম।

সভায় পৌরসভা বিএনপি’র আহবায়ক ও ৩জন যুগ্ম আহবায়ক মনোনিত করার লক্ষে যুগ্ম আহবায়ক ও ওয়ার্ড বিএনপি’র সভাপতি সম্পাদকের লিখিত ভাবে মতামত নেন সভার প্রধান অতিথি জেলা নেতা মোল্ল্যা মোশাররফ হোসেন মফিজ।

(ঊষার আলো-এফএসপি)