UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

পিরোজপুর প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২৫ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর-পাড়ারের হাট মৎস্যবন্দর সড়কে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় নিহতরা হলো রিয়াদ কাজী (২০) ও মোঃ শাহিন (৩০)। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজিব পরিবহনের একটি বাস পিরোজপুর থেকে মঠবাড়িয়ার দিকে দ্রুতগতিতে চালিয়ে যাওয়ার সময় সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় রিয়াদ ও শাহিন নামের দুই পথচারী এবং বাসের ১ যাত্রী মারাত্মক আহত হয়। রাতেই দুর্ঘটনায় আহত অবস্থায় তাদেরকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসাধীন অবস্থায় শাহিনও মারা যায়।

নিহত রিয়াদ পূর্ব উত্তর শংকরপাশার মোঃ কামাল কাজীর ছেলে এবং মোঃ শাহিন ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের বাসিন্দা। তারা সম্পর্কে শ্যালক দুলাভাই।

বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোঃ আবদুস সোবাহান জানান, বাসটিকে জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন।