UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথমবারের মতো জুটি বাঁধছেন শাহরুখ-তাপসী

pial
এপ্রিল ২০, ২০২২ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রথমবারের মতো জুটি বাঁধছেন শাহরুখ খান ও তাপসী পান্নু।

অনেকদিন থেকেই গুঞ্জন উড়ছিল, রাজকুমার হিরানির পরিচালনায় অভিনয় করবেন শাহরুখ খান। গতকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছে। ‘ডানকি’ নামের এ ছবিটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করবেন তাপসী পান্নু।

সিনেমা ঘোষণার পর হতে ভীষণ উচ্ছ্বসিত তাপসী। মাইক্রোব্লগিং সাইট টুইটারে শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ সিনেমার সংলাপ টুইট করে তিনি লিখেন, ‘এখন যেখানে অবস্থান করছি সেটি অনেক কঠিন, আর সেটি যদি হয় নিজের চেষ্টায় তখন আরো বেশি কঠিন। তবে কেউ একজন একবার বলেছিলেন, যদি কোনো জিনিস তুমি মন থেকে চেয়ে থাকো, গোটা বিশ্ব তোমাকে সেটা পেতে সাহায্য করবে। সততা, কঠোর পরিশ্রম ও অধ্যাবসায় আনন্দ দেয়। শুরু করেছি প্রায় ১০ বছর হল। তবে অবশেষে সব ঠিক আছে।’

আগামী জুন থেকে ‘ডানকি’ সিনেমাটির শুটিং শুরু হবে। জানা যায়, সিনেমাটিতে কমেডি, ইমোশন এবং রোমান্সে ভরপুর হবে। ২০২৩ সালের ২২ ডিসেম্বর এটি মুক্তির পরিকল্পনা আছে।

(ঊষার আলো-এফএসপি)