UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রথমবার মা হয়ে একসঙ্গে ৫ সন্তানের জন্ম , তবে বেঁচে নেই কেউ

usharalodesk
জুন ২২, ২০২১ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাজীপুরের শ্রীপুরে একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছে এক মা। তবে ৫ সন্তানের কেউই আর বেঁচে নেই। গতকাল সোমবার সন্ধ্যা ৭ টার দিকে কোনো অস্ত্রোপচার ছাড়াই ভূমিষ্ঠ হয় তারা।
জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের অন্তঃসত্ত্বা মোছা. বৃষ্টি আক্তার (২১) গতকাল দুপুরে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার মাদারস কেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে গতকাল সন্ধ্যায় তাঁর সন্তানদের জন্ম হয়।
ওই হাসপাতালের পরিচালক আবদুল্লাহ আল মামুন গতকাল রাত ১১টার দিকে জানিয়েছে, ২০ সপ্তাহ বয়সী অপরিণত বাচ্চাগুলো কোনো অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবে জন্মা হয়। ৩টি বাচ্চা মৃত অবস্থায় ছিল। অপর ২টি বাচ্চা জন্মের পরপরই মারা গেছে। প্রথমবার অন্তঃসত্ত্বা ছিল বৃষ্টি আক্তার। একসঙ্গে ৫টি সন্তানকে হারানো মায়ের শারীরিক অবস্থা ভালো রয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)