UsharAlo logo
সোমবার, ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রথম পাকিস্তানি সিনেমা হিসেবে দেড়শ কোটি রুপি আয়ের রেকর্ড

pial
নভেম্বর ৫, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শুধু পাকিস্তান না, বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্যা লিজেন্ড অব মাওলা জাট’। যুক্তরাজ্যের বক্স অফিসে ভারতীয় ছবি আরআরআর ও ব্রহ্মাস্ত্র ছবির আয়কেও ছাড়িয়ে গেছে এ ছবিটি। এবার প্রথম পাকিস্তানি সিনেমা হিসেবে দেড়শ কোটি পাকিস্তানি রুপির ঘরও পার করেছে ছবিটি।

গত সপ্তাহেই প্রথম পাকিস্তানি ছবি হিসেবে এটি ১০০ কোটি পাকিস্তানি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছিল। আর এবার নিজের রেকর্ড ভেঙেছে ছবিটি।

গত ১৩ অক্টোবর বিলাল লাশহারি পরিচালিত এ সিনেমাটি মুক্তি পায়। নির্মাতা কর্তৃপক্ষ জানায়, এখনো পাকিস্তানের সকল প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এই ছবিটি।
‘দ্যা লিজেন্ড অব মাওলা জাট’ ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনয়শিল্পী ফাওয়াদ খান, মাহিরা খান এবং হামজা আব্বাসী। ‘দ্যা লিজেন্ড অব মাওলা জাট’ ১৯৭৯ সালে মুক্তি পাওয়া কালজয়ী ছবি ‘মাওলা জাট’র রিমেক।

(ঊষার আলো-এফএসপি)