UsharAlo logo
রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে নিয়ে নির্মিত চলচ্চিত্রে অভিনয় করবে অপু বিশ্বাস

usharalodesk
মার্চ ১৪, ২০২১ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবে অনন্যা রুমা। প্রধানমন্ত্রীকে নিয়ে নির্মিত এ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করবে ঢালিউড কুইনখ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। গত শুক্রবার চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়েছে।
‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’ প্রসঙ্গে অনন্যা রুমা বলেন, অপু বিশ্বাস ছাড়াও এতে অনেক গুণী শিল্পীরা অভিনয় করবে। ৫ ভাষায় নির্মিত হবে এই চলচ্চিত্রটি। শিগগিরই চিত্রায়ণ শুরু করা হবে।
শেখ হাসিনা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে খুশি অপু বিশ্বাস। চলচ্চিত্রটি প্রসঙ্গে তিনি বলেন, এটি তার স্বপ্নের চরিত্র। অভিনয় ক্যারিয়ারে অন্যরকম এক পাওয়া ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’ চলচ্চিত্রটি।
সম্প্রতি অপু বিশ্বাস ‘প্রিয় কমলা’ নামে একটি চলচ্চিত্রের কাজ শেষ করেছে। শাহরিয়ার নাজিম জয় পরিচালিত সিনেমাটিতে বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেছে তিনি। চলতি মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই সিনেমাটির। এ ছাড়া বন্ধন বিশ্বাস পরিচালিত অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’-তেও অভিনয় করেছেন অপু বিশ্বাস।

 

(ঊষার আলো-এম.এইচ)