UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ফতুল্লায় যাত্রী সেজে চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাই

usharalodesk
জুন ১৭, ২০২১ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রী সেজে আনোয়ার হোসেন (৪০) নামের ১ ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যার করে ইজিবাইকটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
১৬ জুন বুধবার দিবাগত রাত ২টার দিকে ফতুল্লার পিলকুনি এলাকায় মোল্লা বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটেছে। নিহত ইজিবাইক চালক আনোয়ার হোসেন চাঁদপুর জেলার কচুয়া থানার আশ্রাবপুর এলাকার আবুল হাশেম মজুমদারের ছেলে। তিনি পরিবার নিয়ে ফতুল্লা এলাকায় বসবাস করেন।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল রাজ্জাক বলেন, রাত রাত ১২টায় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে লিংক রোড থেকে ২০/২৫ বছরের ২জন ছেলে আনোয়ারের ইজিবাইক ভাড়া করে তক্কারমাঠের দিকে যায়। কিছুক্ষণ পরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে হান্নান। নিহতের গলায় বুকে ও পিঠে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। ছিনতাইকারীরা যাত্রী সেজে চালককে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নিয়ে যায়।
এসআই আরও বলেন, নিহতের পকেট থেকে একটি মোবাইল পাওয়া গেছে। সেই মোবাইলের একটি নম্বরে ফোন কর তার নাম-পরিচয় জানা যায়। এরপরও এ নাম ঠিকানা সঠিক কিনা তা যাচাই বাছাই করে দেখা হচ্ছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানিয়েছেন, ‘নিহতের পরিচয় যাচাই বাছাই চলছে এবং তিনি ফতুল্লার কোন এলাকায় বসবাস করে কার ইজিবাইক চালান সে বিষয়েও খোঁজ খবর নেয়া হচ্ছে। আশা করি হত্যাকারীদের দ্রুত আটক করা হবে।’

(ঊষার আলো- এম.এইচ)