UsharAlo logo
মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফাওয়াদ খানের সিনেমা মুক্তি নিয়ে যা বললেন প্রকাশ রাজ

বিনোদন ডেস্ক
মে ৫, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পহেলগাঁওকাণ্ডের ঘটনায় পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বলিউড সিনেমা ‘আবির গুলাল’ ভারতে নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই এ সিদ্ধান্তের সমর্থন করেছেন। তবে এরই মাঝে ফাওয়াদ খানের সিনেমার মুক্তি আটকানোর নিয়ে বিরোধিতা করে বসলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। অভিনেতা কোনো সিনেমা নিষিদ্ধ করার বিরোধী নয়। তিনি বলেন, সিনেমাগুলো মুক্তি পাক, মানুষ নিজেরাই এগুলো নিয়ে সিদ্ধান্ত নিক। আপনি সিনেমা নিষিদ্ধ করতে পারেন না।

 ‘দ্য ল্যালানটপ’-এর সঙ্গে বিশেষ আলাপচারিতায় প্রকাশ রাজ বলেন, আমি কোনো সিনেমা নিষিদ্ধ করার পক্ষে নই। তা সে ডানপন্থি হোক কিংবা প্রোপাগান্ডা সিনেমা। মানুষ নিজেরাই এ বিষয়ে সিদ্ধান্ত নিক। তিনি বলেন, মানুষের অধিকার আছে। আপনি সিনেমা নিষিদ্ধ করতে পারেন না। যদি না সেটি পর্নোগ্রাফি কিংবা শিশুশোষণের বিষয়বস্তু নিয়ে তৈরি সিনেমা হয়। কিন্তু একটি প্রক্রিয়ার মাধ্যমে ছবিগুলো মুক্তি পেতে দিন।

বলিউড অভিনেত্রী দীপিকা ও বাদশাহ শাহরুখ খানের সিনেমার উদাহরণ টেনে প্রকাশ রাজ বলেন, আজকের সময়ে কেউ কেউ আঘাত পেতে পারেন। বলতে পারেন— আমি দীপিকার নাক কেটে ফেলব, মাথা কেটে ফেলব… তাতে কী হবে? শাহরুখ খানের সিনেমা শুধু রঙের কারণে আটকে যায়? বেশরম রং নয়…, যারা যে কোনো কিছু পছন্দ করে না, তারা সেটা নিয়ে কান্নাকাটি শুরু করতে পারেন।

তিনি বলেন, যখন দীপিকা পাড়ুকোনের সিনেমা ‘পদ্মাবত’ মুক্তি পাওয়ার কথা ছিল, তার আগে কর্ণি সেনা দীপিকাকে নাক কাটার হুমকি দিয়েছিল। অন্যদিকে যখন শাহরুখ খানের সিনেমা পাঠান মুক্তি পাওয়ার কথা ছিল, তখন অনেকেই আবার ছবির ‘বেশরম রং’ গানে দীপিকার গেরুয়া বিকিনি পরার বিরোধিতা করেছিলেন।

এ অভিনেতা বলেন, বর্তমান সরকার এটা হতে দিচ্ছে। তারা এটা করার জন্য মানুষকে যথেষ্ট সমর্থনও করছে, যাতে সমাজে ভয় ছড়ানো যায়। কিছু সিনেমা দেশে তৈরি হয় না। তারা এটা হতে দেবে না। কারণ সেন্সরশিপ আছে। রাজ্য সেন্সরশিপ ছিল। এখন তারা স্পষ্টভাবে এটিকে কেন্দ্রও সেন্সরশিপে নিয়ে এসেছে। তারাই সিদ্ধান্ত নেয়— কী তৈরি হবে। সিনেমাশিল্পে টাকা আছে। তাই তাদের ধারণা হলো— এত ভয় ছড়ানো যে, পরবর্তী প্রজন্ম আর এমন কোনো কিছু লিখবে না, যা হয়তোবা তারা লিখত।

ঊষার আলো-এসএ