ঊষার আলো ডেস্ক : ফের জুটি বাঁধছেন এপারের নায়কোত্তম শাকিব খান ও ওপার বাংলার গ্লামারকন্যা শ্রাবন্তী। এ খবর এখন সিনে পাড়ায় চাউর। যদিও নির্মাতা অথবা নায়ক কেউই মুখ খুলছেন না। কিন্তু বিশ্বস্ত এক সূত্র থেকে জানা যায়, ঈদের পরই এ সফল জুটি একসাথে কাজ করবেন ‘অন্তরাত্মা টু’ ছবিতে। বর্তমানে ‘অন্তরাত্মা’ ছবিতে কাজ করছেন শাকিব খান এবং কলকাতার দর্শনা বণিক। এটি আসন্ন ঈদের সময় মুক্তি পাবে। আর ‘অন্তরাত্মা টু’ সিনেমাটি মুক্তি পেতে পারে ঈদুল আজহায়। সিনেমাটির প্রযোজক এবং কাহিনিকার হলেন ‘সত্তা’ ছবিখ্যাত গল্পকার সোহানী হোসেন এবং পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। সিনেমাটিকে নিয়ে এরই মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
শাকিব খান জানান, ‘অন্তরাত্মা’ ছবিতে শ্রাবন্তীকেই নেওয়ার পরিকল্পনা ছিল। তবে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভার নির্বাচনী প্রচারণায় তিনি ব্যস্ত থাকায় তাঁকে নেওয়া যায়নি। শাকিব-শ্রাবন্তী জুটি একসাথে কাজ করেছেন ‘শিকারি’ এবং ‘ভাইজান এলোরে’ সিনেমাগুলোতে।
(ঊষার আলো-এফএসপি)