UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফের বিয়ে করেছেন নিলয় আলমগীর

ঊষার আলো
আগস্ট ১১, ২০২১ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ফের বিয়ে করলেন মডেল ও অভিনেতা নিলয় আলমগীর। গত ৭ জুলাই পারিবারিকভাবে দুই পরিবারের সদস‌্য ও শোবিজ অঙ্গনের কয়েকজন বন্ধুর উপস্থিতিতে তাসনুভা তাবাসসুম হৃদির সাথে বিয়ে হয় তার।

নিলয়ের স্ত্রী তাসনুভা তাবাসসুম ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

এ অভিনেতা জানান—‘গত ৭ জুলাই পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। তাও বিয়ের ১ মাস পেরিয়ে গেছে।’

বিয়ের খবর এতদিন গোপন রাখার কারণ ব‌্যাখ‌্যা করে নিলয় আলমগীর জানান, ‘করোনা সংক্রমণ বাড়ার ফলে কঠোর বিধিনিষেধ চলছিল। এসবের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছি কাজে তাই কাউকে জানাইনি। আমরা সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনেই বিয়ের অনুষ্ঠান করেছি।’

নিলয়ের বিয়েতে উপস্থিত ছিলেন অভিনেতা শ্যামল মাওলা, মাহা শিকদার ও সালহা খানম নাদিয়া প্রমুখ।

২০১২ সালে সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমায় একসাথে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন নিলয় ও মডেল-অভিনেত্রী আনিকা কবীর শখ। ২০১৬ সালের ৭ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল এই জুটি। ২০১৭ সালে এই সংসার ভাঙনের গুঞ্জন চাউর হয়। তাসনুভার সাথে নিলয়ের এটি দ্বিতীয় সংসার।

(ঊষার আলো-এফএসপি)