UsharAlo logo
বৃহস্পতিবার, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বক্স অফিসের দৌড়ে অক্ষয়ের চেয়ে এগিয়ে আমির

pial
আগস্ট ১৬, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ‘ফরেস্ট গাম্প’র রিমেক ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাক দিয়েছিলেন অনেকেই। আর এতে ছবিটির ব্যবসায়েও প্রভাব পড়েছে। কিন্তু ‘রক্ষা বন্ধন’ ছবিটির চেয়ে এগিয়েছে রয়েছে ‘লাল সিং চাড্ডা’। দুটি সিনেমাই মুক্তি পেয়েছিল ১১ আগস্ট। ‘লাল সিং চাড্ডা’ ছবিতে অভিনয় করেছেন আমির খান ও, ‘রক্ষা বন্ধন’র কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার।

‘লাল সিংহ চাড্ডার’ ৫ দিনের বক্স অফিস সংগ্রহ অন্তত ৪৬.২৫ কোটি রুপি। আর ‘রক্ষা বন্ধন’ একইসময়ে মোট আয় করেছে ৩৩.৫ কোটি রুপি।

আনন্দ এল রাই পরিচালিত ‘রক্ষা বন্ধন’ মুক্তির আগেই মোট ৩৫,০০০ টিকিট আগাম বুক করা হয়েছিল। যার মূল্য ছিল ৬৯ লক্ষ টাকা। তা দেখে প্রাথমিক অনুমান ছিল, ছবিতে বিনিয়োগ করা টাকা দ্রুত উঠে আসবে, কিন্তু তা হয়নি।

আমির খান প্রযোজিত ও অভিনীত ‘লাল সিংহ চাড্ডা’ আয়ের পাশাপাশি এগিয়ে রয়েছে দর্শকের হৃদয়েও। তবে ‘রক্ষা বন্ধন’-এর মূল সমস্যা চিত্রনাট্যেই বলে মনে করছেন সমালোচকরা। ছবিতে দেখানো কাহিনী পুরুষতান্ত্রিক ও রক্ষণশীল এবং নারীবিদ্বেষী সমাজব্যবস্থাকে ইন্ধন দিচ্ছে এ ছবি- এমন অভিযোগও উঠেছে।

(ঊষার আলো-এফএসপি)