UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ ৮ জনের মৃত্যু

usharalodesk
জুন ২৪, ২০২১ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে। গত বছর থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর এই প্রথম এক সঙ্গে ৮ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার বেড়ে যাওয়ায় গত ৯দিনে ৩৬ জনের মৃত্যু হলো করোনায়।
আজ ২৪ জুন বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
তিনি বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৫৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছে ২৫জন। নতুন আক্রান্ত ৯৮জনের মধ্যে সদরের ৬০জন, আদমদীঘিতে ৭জন, গাবতলীতে ৮জন, সারিয়াকান্দিতে ২জন, দুপচাঁচিয়ায় ৩জন, কাহালুতে ২জন, নন্দীগ্রামে ৫জন, শেরপুরে ২জন এবং ধুনটের একজন আক্রান্ত হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৪৭টি নমুনায় ৬৫জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৪নমুনায় ৫জনের এবং এন্টিজেন পরীক্ষায় ৬৩ নমুনায় ৯জনের করোনা পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩০নমুনায় ১৯জন করোনা শনাক্ত হয়েছে।
এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ১৩ হাজার ১৫২জন এবং সুস্থ হয়েছে ১২ হাজার ২৯৮জন। এছাড়া নতুন করে ৮জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩৬৫জন। বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছে ৪৯১জন।

(ঊষার আলো- এম.এইচ)