UsharAlo logo
বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বছর শেষে নতুন প্রেমের খবর দিলেন মধুমিতা

usharalodesk
ডিসেম্বর ১৮, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: তিক্ত দাম্পত্যে মন ভেঙেছিল বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী মধুমিতা সরকারের। আস্থা হারিয়েছিলেন সম্পর্কে। ‘পুরুষকে আমি ঘেন্না করি’— এমন কথাও বলতে শোনা গিয়েছিল অভিনেত্রীকে। তবে ২০২৪ সালটা মধুমিতার জীবনকে পুরোদস্তুর বদলে দিয়েছে। ২০২৪ দিয়েছে মনের মানুষ। ২০২৫ সালে এসে খোলা মনে স্বাগত জানাতে তৈরি অভিনেত্রী। নতুন বছরেই কি দেবমাল্যের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন মধুমিতা? নিজ মুখে যা বললেন অভিনেত্রী।

এর আগে ২০১৮ সালে বিয়ে করেন অভিনেত্রী মধুমিতা। টেকেনি ৫ বছরের দাম্পত্য। সৌরভ চক্রবর্তীর সঙ্গে সংসার ভাঙার প্রায় ৫ বছর পর নতুন করে প্রেমে পড়েছেন অভিনেত্রী। ছেলেবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে মন দেওয়া-নেওয়া সেরে ফেলেছেন তিনি। ২০২৪ সালের শেষলগ্নে এসে নিজের উপলব্ধি আর স্মৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিয়েছেন তিনি।

আবেগঘন মধুমিতা বছর শেষে যেসব রঙিন মুহূর্ত তুলে ধরেছেন, সেখানে এক জায়গায় প্রেমিকের হাত শক্ত করে ধরে রেখেছেন অভিনেত্রী। তিনি ছবির ক্যাপশনে লিখেছেন— নিজের নিয়মেই বছর শেষ হবে। সেটিকে আমি আটকে রাখতে পারব না। তবে ২০২৪ সালে যা যা করেছি, সেগুলো একবার ফিরে দেখতেই পারি। এই বছরটা ছিল আশীর্বাদে পরিপূর্ণ।

মধুমিতা আরও লিখেছেন—এই বছরটা আমাকে শিখিয়েছে— কীভাবে ছোট ছোট জিনিসেও জীবনে খুশিতে থাকতে হয়। শিখিয়েছে জীবনের ওপর আশা-ভরসা রাখতে হয়। মনে করিয়েছে, যদি বিশ্বাস অটুট থাকে, যদি তুমি ধৈর্য ধরে অপেক্ষা কর, তাহলেই সঠিক ফল পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা— যখন তুমি সেই ফলের অপেক্ষাও করবে না।

এই বছর দুর্গাপূজাতেই দেবমাল্যের সঙ্গে প্রেমে সিলমোহর দিয়েছিলেন মধুমিতা। এরপর নিজের জন্মদিনেও প্রেমিকের হাত ধরে দক্ষিণ ভারত ঘুরতে গিয়েছিলেন তিনি। আর কোনো রাখঢাক নেই, খুল্লমখুল্লাই প্রেমের কথা শিকার করে নেন অভিনেত্রী।

সম্প্রতি দিদি নম্বর ১-এর মঞ্চেও দেবমাল্যের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুলেছেন মধুমিতা। ছোটপর্দার পাখি জানিয়েছেন, তারা ছোটবেলার বন্ধু। তবে মাঝে অনেক বছর যোগাযোগ ছিল না।

ফের দেখা হওয়ার পর মধুমিতা উপলব্ধি করেন, দেবমাল্যই তার সোলমেট। তাই আর দেরি করেননি। বিয়ে কবে?—এমন প্রশ্নের উত্তরে মধুমিতা জানান, এখনই এই প্রশ্নের জবাব তার কাছে নেই। তবে ২০২৫ সালেই নতুন জীবনের পথে পা বাড়াতে পারেন বলে জানান অভিনেত্রী।

সৌরভকে বিয়েটা অল্প বয়সের ‘ভুল’ ছিল বলে জানান অভিনেত্রী। এবার ভেবেচিন্তে মনের মানুষ বেছেছেন মধুমিতা। দেবমাল্য পেশায় ইঞ্জিনিয়ার, আইটি সেক্টরে চাকরি করেন। মধুমিতার মতো তিনিও ঘুরতে বেজায় ভালোবাসেন। এখন আর ঘুরতে গেলে গাইডকে ছবি তোলার জন্য রিকোয়েস্ট করতে হয় না। দেবমাল্যই মধুমিতার ছবি তুলে দেন।

ঊষার আলো-এসএ