UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বন্যার্তদের অর্থ সহায়তা দিচ্ছেন শাকিব

pial
জুন ১৮, ২০২২ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেট এবং সুনামগঞ্জসহ দেশের বেশ কিছু জেলা। বানভাসি মানুষের পাশে দাঁড়ালেন অভিনেতা শাকিব খান। নিজে বন্যার্তদের অর্থ সহায়তা দেওয়ার কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। পোস্টে সামর্থ্যবানদের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তিনি।

শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। তিনি পোস্টে লিখেছেন: ‘এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকলেও সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে জেনেছি, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থায়। এই বন্যা কবলিত মানুষের দুর্দশা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষের পাশে রয়েছি। আর তাদের মৌলিক চাহিদা পূরণে আমার সামর্থ্যের মধ্যে অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি।’

শাকিব এছাড়াও একটি তহবিল গঠনেরও কথাও ভেবেছেন। সেখান থেকে প্রাপ্ত অর্থ ও অন্যান্য সহায়তা পৌঁছে যাবে কষ্টে থাকা সেসব বানভাসি মানুষের সাময়িক সংকট মোকাবিলায়। তিনি বন্যা কবলিতদের যে কোনো ধরনের সহায়তা দিয়ে যারা পাশে থাকতে চান তাদের skhumanity1@gmail.com এই ই-মেইলে যোগাযোগ করতে বলেন।

বিত্তবানদের পাশে থাকার আহ্বান জানিয়ে শাকিব আরো লিখেন: ‘বাংলাদেশ ও প্রবাসে থাকা আগ্রহী বিত্তবানদের কাছে আহ্বান- আপনারাও নিজেদের সামর্থ্যের মধ্য থেকে বানভাসি অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। সৃষ্টিকর্তা আমাদের সকলের সহায় হোক।’

(ঊষার আলো-এফএসপি)