UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশি তরুণীকে গণধর্ষণের ঘটনায় ভারতে নারীসহ আটক ৬

usharalodesk
মে ২৮, ২০২১ ৯:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ভারতে বাংলাদেশি তরুণীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে ২ নারীসহ ৬জনকে আটক করেছে বেঙ্গালুরু পুলিশ।
ভিডিওতে দেখা গেছে, ওই নারীকে নির্যাতন করছিলেন অভিযুক্তরা। এমনকী নির্যাতিতার গোপনাঙ্গে বোতল ঢোকাতেও দেখা যায়। পরে ২২ বছর বয়সী ওই তরুণীকে গণধর্ষণ করা হয়।
চাঞ্চল্যকর এ ঘটনা প্রায় ৬ দিন আগে বেঙ্গালুরুতে ঘটেছিল।
২৭ মে বৃহস্পতিবার এনডিটিভির খবরে বলা হয়েছে, বেঙ্গালুরু পুলিশ এক বিবৃতিতে বলেছে, ভিডিও ক্লিপ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ আরো বলেছে, ওই তরুণী মানবপাচার চক্রের খপ্পরে পড়ে ভারতে এসেছিলেন। এখন তিনি অন্য রাজ্যে রয়েছে। তাকে নিয়ে আসার জন্য একটি দল পাঠানো হয়েছে। তার বিবৃতি রেকর্ড করা হবে।
এদিকে এই ঘটনায় ভিডিও দেখে নিজের মেয়েকে শনাক্ত করে রাজধানীর হাতিরঝিল থানায় মানবপাচারের মামলা করেছে নির্যাতিতার বাবা।

(ঊষার আলো- এম.এইচ)