UsharAlo logo
বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিয়ের প্রস্তাব শাহরুখ কন্যা সুহানকে

usharalodesk
মে ২৭, ২০২১ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : গত কয়েকদিন ধরেই আলোচনায় রযেছে শাহরুখ খানের একমাত্র কন্য সুহানা খান। কারণ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সুহানার বেশ কয়েকটি ছবি। যেখানে কখনও খোলামেলা পোশাক পরে সেলফি আবার কখনও বান্ধবীদের সঙ্গে বিকিনি পরে সুইমিং পুলে বসে ছবি তোলার জন্য পোজ দিয়েছেন তিনি।
এদিকে, গত ২২ মে ২১ বছরে পা রেখেছে সুহানা খান। এরইমধ্যে বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। তাও আবার জনসম্মুখে শাহরুখ কন্যাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছে শোহেব নামে এক তরুণ।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শোহেব সুহানার মা গৌরি খানকে উদ্দেশ্য করে লিখেছে, ‘গৌরী ম্যাম আমার বিয়ে সুহানার সঙ্গে করিয়ে দিন। আমার মাসিক বেতন ১ লাখেরও বেশি।’
শোহেবের এই মন্তব্য রীতিমতো ভাইরাল হয়েছে।
মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজের পর এখন নিউইয়র্কে পড়াশোনা করছে সুহানা খান। আপতত নিউইয়র্ক ইডিনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করছে সুহানা।

(ঊষার আলো- এম.এইচ)