পেহেলগামকাণ্ডের ঘটনা ঘটেছে গত ২২ এপ্রিল। এরপর ভারত গত মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে শুরু করেছে— অপারেশন সিঁদুর। পাকিস্তানের ৯টি স্থানে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনারা। বলিউড, টালিউডসহ দক্ষিণ ইন্ডাস্ট্রির একাধিক তারকা এ ঘটনায় দেশের সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ।
পেহেলগামকাণ্ডে পাকিস্তানের অভিনেতা ফাওয়াদ খানের একটি পোস্ট বিতর্ক সৃষ্টি করেছে। ভারতের বিমান হামলায় নিহতদের জন্য অভিনেতার শোকবার্তা দেখে ক্ষেপে উঠলেন তার নিজের দেশের লোকেরাই। এমনকি বিতর্ক এড়াতে নিজের পোস্ট সরিয়েও নিয়েছেন ফাওয়াদ খান।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে গতকাল বুধবার (৭ মে) ফাওয়াদ খান ভারতের অপারেশন সিঁদুর সম্পর্কে নিজের মতামত প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে এ অভিনেতা লিখেছেন— এই লজ্জাজনক হামলার ফলে আহত ও নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আমি মৃতদের আত্মার শান্তি এবং আগামী দিনগুলোতে তাদের প্রিয়জনদের জন্য শক্তি কামনা করছি।
ফাওয়াদ খান বলেন, সবার প্রতি একটা অনুরোধ— উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে আগুনে ঘি ঢালবেন না। আশা করি, সবার মধ্যে এই কঠিন সময়ে ভালো বুদ্ধি বিরাজ করবে। ইনশাল্লাহ। পাকিস্তান জিন্দাবাদ।
ফাওয়াদ খানের ইনস্টাগ্রাম হ্যান্ডেল ভারতে ব্লক করা হয়েছে, কিন্তু পোস্টের একটি স্ক্রিনশট অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দাবি করা হচ্ছে যে, তীব্র প্রতিক্রিয়ার পর এটি মুছে ফেলা হয়েছে।
অভিনেতা ফাওয়াদের এমন মন্তব্যে পাকিস্তানি ভক্তদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। কারণ এই পোস্টে কোথাও ভারতের নাম উল্লেখ করেননি তিনি। ফলে অনেকেই ধরে নিয়েছেন যে, ভারতীয় চলচ্চিত্রশিল্পের সঙ্গে সম্পর্কের কারণেই এমনটি করেছেন তিনি। এক নেটিজেন লিখেছেন— ‘ও নিজের শোকবার্তা নিয়ে নরকে যাক, ভারত যা করেছে তারপরও সবকিছুকে উত্তেজনাপূর্ণ বক্তব্য বলে দোষারোপ করা হচ্ছে? তিনি এখনো ভারতের বিরুদ্ধে কিছু বলেননি।’ আরেক নেটিজেন লিখেছেন—‘তিনি কোথাও ভারতের নাম উল্লেখ করেননি।’ অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘আপনার শোকবার্তার প্রয়োজন নেই।’ তাকে আনফলো করারও আহ্বান উঠেছে পাকিস্তানে।
প্রসঙ্গত, পুলওয়ামার ঘটনার পর থেকে ভারতে নিষিদ্ধ থাকার পর ফাওয়াদ খান ‘আবির গুলাল’ দিয়ে বলিউডে কামব্যাক করার প্রস্তুতি নিয়েছিলেন, যা আগামীকাল শুক্রবার (৯ মে) মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার পর সেই সিনেমাটির মুক্তি স্থগিত করা হয়েছে।
ঊষার আলো-এসএ