UsharAlo logo
বুধবার, ২রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মহাকাশে যাচ্ছেন টম ক্রুজ, থাকবেন স্পেস স্টেশনে!

pial
অক্টোবর ১১, ২০২২ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : হলিউড অভিনেতা টম ক্রুজের সাহস সম্পর্কে সকলেরই জানা। কিছুদিন আগেই এই অ্যাকশন হিরো কোনো স্টান্ট ছাড়া প্লেন ধরে খোলা আকাশে ঝুলে থেকে চমকে দিয়েছেন ভক্তদের।

এবার আরো বড় চমক নিয়ে আসছেন তিনি। সিনেমার কাজে পৃথিবীর বাইরে যাচ্ছেন এই অভিনেতা। এক কথায় পৃথিবীর বাইরে শুটিং করে হলিউডে রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি, এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

জানা যায়, নির্মাতা ডগ লিমানের সাথে চুক্তিবদ্ধ হয়ে একটি ছবিতে অভিনয় করবেন টম ক্রুজ। এ ছবির শুটিং হবে মহাকাশে, আর সেখানে স্পেস স্টেশনে থাকবেন তিনি।

এ বিষয়ে অভিনেতা ও নির্মাতা ইউনিভার্সাল ফিল্মড এন্টারটেইনমেন্ট গ্রুপের সাথে কথা বলেছেন। সব ঠিক থাকলে রকেটে চড়ে মহাকাশে শুটিং করতে যাবেন এই অভিনেতা।

আর সব ধরনের অনুমতি পেলে মহাকাশে থাকার প্রশিক্ষণ নিয়ে শুটিং শুরু করবেন তিনি। ধারণা করা হচ্ছে যে অন্য রকম এক রেকর্ড গড়তে চলেছেন ৬০ বছর বয়সী এই সুপারস্টার।

(ঊষার আলো-এফএসপি)