UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুক্তির পরই বক্স অফিসে শীর্ষে ‘জঙ্গল ক্রুজ’

ঊষার আলো
আগস্ট ২, ২০২১ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত শুক্রবার (৩০ জুলাই) ‘দ্য রক’খ্যাত হলিউড অভিনেতা ডোয়াইন জনসন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জঙ্গল ক্রুজ’ মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই আলোচনায় আছে অ্যাডভেঞ্চার ঘরানার এই সিনেমাটি।

মাত্র দু’দিনেই উত্তর আমেরিকার বক্স অফিসে সিনেমাটি শীর্ষ অবস্থান দখল করে নিয়েছে। এরই মধ্যে এটি আয় করেছে প্রায় ৩২ মিলিয়ন ডলার।

অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি এবং অদ্ভুত সব ঘটনার মিশ্রণে ‘জঙ্গল ক্রুজ’র গল্প সাজানো। সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই এর প্রতি ভক্তদের ব্যাপক আকর্ষণ লক্ষ্য করা যায়। মুক্তির পরের দুই দিনে সে প্রমাণও পাওয়া গিয়েছে। জাউম কোলেট-সেরা পরিচালিত সিনেমাটি দর্শকদের ভালোবাসায় উঠেছে এসেছে উইকেন্ড তালিকার একদম শীর্ষে।

সিনেমাটিতে ‘জঙ্গল ক্রুজ’র যাত্রাকালে বিভিন্ন ঘটনা দেখা যাবে। ছবিটিতে ডোয়াইন জনসনের বিপরীতে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট। এছাড়া আরও অভিনয় করেছেন এডগার জ্যাক হোয়াইটহল, রামারেজ, জেসি প্লেমন্স ও পল গিয়ামতি’র মতো তারকারা।

‘জঙ্গল ক্রুজ’ সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন মাইকেল গ্রিন, গ্লেন ফিকারার এবং জন রিকোয়ার। ওয়াল্ট ডিজনি পিকচার্স ও ডেভিস এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করেছেন জন ফক্স, জন ডেভিসসহ ডোয়াইন জনসন নিজেও।

(ঊষার আলো-এফএসপি)