UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তি পেল কেকের নতুন গান

pial
জুন ৭, ২০২২ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স :‌ ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’ নামে একটি ছবি পরিচালনা করেছেন পরিচালক সৃজিত মুখার্জী। এই ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন সদ্য প্রয়াত বলিউড গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। গুলজারের লেখা গানটির শিরোনাম ‘ধূপ পানি বেহনে দে’। টি সিরিজের ব্যানারে প্রকাশিত গানটির ভিউ একদিনেই আড়াই লাখ ছাড়িয়ে গিয়েছে।

পরিচালক জানিয়েছেন ‘শেরদিল’ ছবিটি কেকে’র উদ্দেশেই উৎসর্গ করা হয়েছে। তিনি আরো জানান, এ গানটির মাধ্যমে নতুন প্রজন্মকে একটা বার্তা দেওয়া হয়েছে।

সৃজিত বলেন, এ গানটি নিয়ে একটি অদ্ভুত ভাললাগা, সে সাথে বিষাদও মিশে আছে। আমি বহু বছর ধরে কেকে কে চিনি। তার মধ্যে ছিল শুধুই গান ও আনন্দ। এই গানটি একটা ট্রিবিউট, যাওয়ার আগে যা আমাদের উপহার দিয়ে গেল কেকে।

(ঊষার আলো-এসএইস)