UsharAlo logo
বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মেয়েকে বাঁচাতে গিয়ে মারা গেলেন মা-বাবা,ছেলে আহত

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ২৩, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার হাউজিংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজ ঘরে বাবা-মা ও মেয়র মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ছেলে। বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিংয়ের বি ব্লকের ৩৯৩ নং বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যে ঘরের বৈদ্যুতিক বোর্ড বিদ্যুতায়িত হয়েছিল। এ সময় মেয়ে সাবা খাতুন (১৩) বিদ্যুতায়িত হলে মা রূপা খাতুন (৩৫) তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে বাবা সালাম (৪০) তাদের বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন।

এরপর ছেলে সিয়ামও (৯) তাদের কাছে এগিয়ে গেলে বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বাবা-মা ও মেয়ের মৃত্যু হয়। ছেলেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাসার অদূরে জেলখানা মোড়ে ফটোকপির দোকান রয়েছে বাবা সালামের।