UsharAlo logo
বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনীতে যুবকের মৃত্যু

usharalodesk
মার্চ ৮, ২০২১ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মেহেরপুরের গাংনীতে ঘুমের ঔষধ খেয়ে মামুন হোসেন (৩০) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ মার্চ) দুপুরে গাংনী হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত মামুন হোসেন উপজেলার কাজিপুর বুড়িপুতা পাড়ার মোজাম আলীর ছেলে।

মামুনের খালা সানোয়ারা খাতুন হতে জানা যায়, মামুন কিছুদিন মালেশিয়ায় ছিলো। সেখান হতে কিছু দিন আগে বাড়ি আসার পর মাথায় সমস্যা দেখা দেয়। বিভিন্ন স্থানে চিকিৎসা নেওয়ার পরও তার কোন প্রকার উন্নত হয়নি। রবিবার (৭ মার্চ) বিকালে মামুন ঔষধ খেয়ে ঘুমিয়ে ছিলো। সকালে ঘরের বাইরে হতে তাকে ডাকাডাকি করেও ঘুম থেকে ওঠেনি মামুন। এমন সময় তার কাছে গেলে শারীরিক অবস্থা খারাপ দেখে গাংনী হাসপাতালে নেয়া হয়।

গাংনী হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিডি দাশ পিকলু বলেন, মামুনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। মামুনের পেট ওয়াস করার পরপরই তার মৃত্যু হয়।

(ঊষার আলো-এফএসপি)