UsharAlo logo
শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যশ-নুসারতের সম্পর্কে ভাঙন, ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে টালিউডে হৈচৈ

বিনোদন ডেস্ক
মে ২১, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

টালিউড পাড়ার অন্দরে নতুন করে একটি গুঞ্জনের ডালপালা ছড়িয়েছে। শোনা যাচ্ছে, ভাঙনের পথে নুসরাত জাহান এবং যশ দাশগুপ্তের সম্পর্ক! যদিও কিছু দিন আগে হাতে হাত ধরে ছবির প্রচার করতে দেখা গেছে এই জুটিকে।

সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন যশ। যে পোস্টের বাংলা অর্থ, ‘শেষে তোমার পাশে একমাত্র তুমিই থাকো’। এই পোস্টের পরপরই টালিপাড়ার ফিসফাস আরও বেড়েছে। কেননা, এই লেখা অনেক কিছু ইঙ্গিত দেয়। তবে এ আলোচনা আরও বেশি দানা বেঁধেছে নায়িকার ইনস্টাগ্রামের প্রোফাইল দেখার পরে।

নায়ক-নায়িকা দু’জনেরই ‘ফলোয়ার’-এর সংখ্যা কম নয়। ইনস্টাগ্রামে নুসরাতকে অনুসরণ করেন প্রায় ৩০ লক্ষেরও বেশি মানুষ। অন্যদিকে যশকে অনুসরণ করে প্রায় সাড়ে ১০ লক্ষ মানুষ। তারাও আবার অনেককে অনুসরণ করেন। সেখানেই দেখা গেল পরিবর্তন।

অভিনেতা-অভিনেত্রী পরস্পরকে ‘আনফলো’ করেছেন ইনস্টাগ্রাম থেকে। তার পর থেকেই তাদের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। এ দিনই নুসরাত তার ইনস্টাগ্রামে ছেলে ঈশানের ছবি পোস্ট করেছেন। অন্যদিকে যশ পোস্ট করেছেন তার বড় ছেলের ছবি। যা উস্কে দিয়েছে যশ-নুসরাতের বিচ্ছেদের জল্পনা।

যদিও নায়ক, নায়িকা এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তাদের সম্পর্কের শুরুতেও তৈরি হয়েছিল বিপুল বিতর্ক। নিখিল জৈনের সঙ্গে বিবাহবিচ্ছেদ থেকে সন্তানের জন্ম পর্যন্ত— একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল যশ-নুসরাতকে। আবারও বিতর্ক কোন দিকে মোড় নেবে? সেই প্রশ্ন অনুরাগীদের মনে।

ঊষার আলো-এসএ