শুটিংয়ের মাঝেই দুই নারীকে যৌন হেনস্তার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন ফরাসি অভিনেতা জেরাড দেপারদিউ। ৭৬ বছরের অভিনেতাকে ১৮ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন প্যারিসের একটি আদালত।
জানা গেছে, ২০২১ সালে ‘লেস ভোলেটস ভার্টস’ সিনেমার শুটিং চলাকালে জেরাড দেপারদিউ হেনস্তা করেন দুই সহকর্মীকে। তাদের মধ্যে একজন ওই সিনেমার সহকারী পরিচালক, অন্যজন সেট ডিজাইনার। অভিযোগকারিণীদের দাবি— অভিনেতা তাদের অশালীনভাবে স্পর্শ করেছেন একাধিকবার।
প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করলেও আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছেন, উপযুক্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বর্ষীয়ান অভিনেতাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।এদিন আসন্ন সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকায় আদালতে উপস্থিত ছিলেন না দেপারদিউ। অভিনেতার আইনজীবী অবশ্য জানিয়েছেন, তারা রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করবেন।
অন্যদিকে অভিযোগকারিণীদের আইনজীবী ক্যারিন ডিবোল্ট বলেন, আজকের জয় শুধু দুই অভিযোগকারিণীর জয় নয়, বরং ওই সেটে থাকা সব নারীর জয়। শুধু তা-ই নয়, আমি তো ভাবছি সেসব নারীর কথা, যারা কোনো না কোনো সময় দেপারদিউয়ের শিকার হয়েছেন।
একটি সূত্রের খবর, মামলার রায়দানের সময় বিচারক জানিয়েছেন, যেভাবে অভিনেতা ওই দুই নারীর গোপনাঙ্গে হাত দিয়েছেন বলে তারা দাবি করেছেন, তাতে সন্দেহের কোনো অবকাশ থাকেন না দেপারদিউ অপরাধী। এ জন্য অভিনেতাকে ১০০০ ইউরো করে ক্ষতিপূরণ দিতে হবে দুই অভিযোগকারিণীকে বলে আদালত জানিয়েছেন।
অভিনেতার আইনজীবী অবশ্য দাবি করেছেন, মিথ্যা সাক্ষ্য দিয়েছেন ওই দুই নারী। তবে দেপারদিউয়ের বিরুদ্ধে অনেক নারীই অভিযোগ তুলেছেন যৌন হেনস্তার। তবে সেসব মামলা আদালত অবধি গড়িয়েছে এই প্রথম।
উল্লেখ্য, দেপারদিউ ফ্রান্সের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তিনি জাঁ লুক গোদার, ফ্রাঁসোয়া ত্রুফো, বার্নাদো বার্তোলুচ্চি প্রমুখ দিকপাল পরিচালকের সিনেমাতে অভিনয় করেছেন, পেয়েছেন গোল্ডেন গ্লোবসহ বহু আন্তর্জাতিক পুরস্কার।
ঊষার আলো-এসএ