বিনোদন ডেস্ক : শিল্পী মনির খান একসময় রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০১৮ সালে রাজনীতি থেকে সরে দাঁড়ান। এর পর থেকে তার জনপ্রিয়তা সর্বমহলে। রাজনীতি করায় গানের দিক পছন্দনীয় হলেও আদর্শিক কারণে অনেকের কাছে অপছন্দের পাত্র ছিলেন মনির খান।
সেখান থেকে যখন রাজনীতি ছাড়ার ঘোষণা দিলাম। সবার কাছে আবার তাদের প্রিয় শিল্পী হয়ে উঠলাম। অবাধ সুযোগ তৈরি হচ্ছে। আমার কাছে মনে হয়েছে, শিল্পীদের মধ্যে বহুল জনপ্রিয় বা মানুষের কাছে অসম্ভব পছন্দের কেউ কোনো একটা পক্ষের হয়ে কাজ করলে জনগণ মনে আঘাত পায়।
সাধারণ মানুষ একজন শিল্পীকে তার কর্ম দেখে পছন্দ করে। রাজনীতির কারণে তার কর্মের ওপর তখন বিতর্কের সৃষ্টি হয়। মানুষ ভাবে, এই লোকটাকে হৃদয়ে পুষে রাখি, অথচ এই লোকটা একটা পক্ষে চলে গেল! তখন একটু দ্বিধাদ্বন্দ্বে ভোগে। জনগণ একটু কষ্ট পায়।
ঊষার আলো-এসএ