UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু

usharalodesk
জুন ২৩, ২০২১ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৩ জুন বুধবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যায়। এর আগে গত ৪ জুনও রামেক হাসপাতালে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছিল।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, মৃত ১৬ জনের মধ্যে ৮ জন করোনা পজিটিভ ছিল। আর ৭ জন ভর্তি ছিল করোনা উপসর্গ নিয়ে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পরও ১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৮ জন রাজশাহী জেলার। আর ৩ জন চাঁপাইনবাবগঞ্জের, ২’জন নাটোরের, ২’জন নওগাঁর এবং ১জন ঝিনাইদহের।
এ নিয়ে চলতি মাসের ২৩ দিনে (১ জুন সকাল ৮টা থেকে ২২ জুন সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছে ২৪৫ জন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছে ৪১০ জন।
এরমধ্যে রাজশাহীর ২৭৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬০ জন, নাটোরের ২৭ জন, নওগাঁর ৩৪ জন, পাবনার নয়জন, কুষ্টিয়ার ৩জন এবং চুয়াডাঙ্গার ২’জন এবং অন্য জেলা ২’জন রয়েছে। আগের দিন হাসপাতালে করোনা রোগী ভর্তি ছিলেন ৩৯৩ জন। অথচ রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৩০৯টি। অর্থাৎ ধারণ ক্ষমতার বেশি রোগী এখন চিকিৎসা নিচ্ছে রামেক হাসপাতালে।

(ঊষার আলো- এম.এইচ)