UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু

usharalodesk
জুন ২৬, ২০২১ ৯:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আরো ১৭ জন মারা গেছে। চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুন শুক্রবার সকাল ৯টা থেকে ২৬ জুন শনিবার সকাল ৯ টার মধ্যে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, মৃত ১৭ জনের মধ্যে ৮ জন করোনা পজিটিভ ছিল। আর ৯ জন ভর্তি ছিল করোনার উপসর্গ নিয়ে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৯ রাজশাহীর , ৪ জন চাঁপাইনবাবগঞ্জের, ২ জন নওগাঁর ও নাটোরের ২ জন। এ নিয়ে চলতি মাসের ২৫ দিনে (৩১ মে সকাল ৮টা থেকে ২৫ জুন সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছে ২৯৪ জন।
রামেক হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও বলেছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি রয়েছে ৪৩১ জন। রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৩৫৭টি।

(ঊষার আলো- এম.এইচ)