UsharAlo logo
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

রিয়াজ করোনায় আক্রান্ত

ঊষার আলো
এপ্রিল ২, ২০২১ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : চিত্রনায়ক রিয়াজ করোনায় আক্রান্ত হয়েছেন। মুম্বাইতে ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে যাওয়ার আগে করোনা পরীক্ষা করিয়েছিলেন। পরীক্ষার রিপোর্টে জানা গেল করোনা পজেটিভ তার। তাই আপাতত আর শুটিংয়ে যাওয়া হচ্ছে না।
রিয়াজ জানায়, শারীরিক কিছু জটিলতা রয়েছে তাই তিনি এখন বাসায় চিকিৎসা নিচ্ছেন। তবে বেশ সাবধানে চিকিৎসা নিতে হচ্ছে।
তিনি আরও বলেন, অনেকে যেহেতু এখন করোনায় আক্রান্ত এবং হাসপাতালেও পর্যাপ্ত সিট নেই। তাই সবকিছু ভেবেই আমি বাসায় চিকিৎসা নিচ্ছি। আপাতত আইসোলেশনে আছি। হাসপাতালে থাকছি না কিন্তু সব ধরণের পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছি। কোনও উপসর্গ নেই। তবে শরীরে প্রচণ্ড ব্যথা ও দুর্বলতা আছে। ফুসফুস সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হচ্ছে। তবে খাওয়া-দাওয়া স্বাভাবিকভাবে করতে পারছি।

(ঊষার আলো-এমএনএস)