UsharAlo logo
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শাহরুখপুত্রের গতিবিধির ওপর নজর রাখছেন সেই সমীর

usharalodesk
জানুয়ারি ১৩, ২০২৫ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: এখনো ফাঁড়া কাটেনি বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। বর্ষবরণের রাতে পানশালা থেকে বেরোনোর সময় আরিয়ানের পা ছিল টলমল। সেই ভিডিও নজরে পড়ে সমীর ওয়াংখেড়ের।

আজকাল বেশিরভাগ সময়ই পরিবারের সঙ্গে তাকে দেখা গেলেও বছরের শেষ দিনে বন্ধুবান্ধবের সঙ্গে পানশালায় পার্টি করতে যান আরিয়ান। মধ্যরাতে সেখান থেকে বেরোনোর সময় আরিয়ানের পা ছিল টলমল। সেই ভিডিও নজরে পড়ে সমীরের। এ প্রসঙ্গে যা বললেন সাবেক এনসিবিকর্তা।

বর্ষবরণের রাতে তারকাদের ছেলেমেয়েদের উদযাপন নিয়ে প্রশ্ন করা হয় সমীরকে। তিনি বলেন, আমি ওই ব্যক্তিকে নিয়ে কোনো মন্তব্য করতেই চাই না। কিন্তু যদি আপনি ৩১ তারিখের কথা বলেন, তরুণদের এটা বোঝা উচিত— বর্ষবরণ মানেই মাতাল হওয়া নয়। নিঃসন্দেহে মানুষ আনন্দ করবে। কিন্তু নিজের শরীরের ক্ষতি করে নয়। পরে শাহরুখের সিগারেট ছাড়া প্রসঙ্গে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সমীর বলেন, আমি কোনো এক্স-ওয়াই-জেডকে নিয়ে মন্তব্য করব না।

উল্লেখ্য, ২০২১ সালের ঘটনা। মাদককাণ্ডে গ্রেফতার করা হয় শাহরুখপুত্রকে। শুধু অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাকে। দেশজুড়ে চর্চার বিষয় ছিল আরিয়ান খানের গ্রেফতার। মাসখানেক সংশোধনাগারেই কাটাতে হয় তাকে। পরে ছাড়া পান আরিয়ান।

আর এ পুরো ঘটনার কাণ্ডারি ছিলেন তৎকালীন এনসিবি কর্মকর্তা (নারকোটিকস কন্ট্রোল ব্যুরো) সমীর ওয়াংখেড়ে। এ ঘটনার পর কিছুটা সময় অন্তরালেই ছিল শাহরুখের পরিবার। হাজার প্রশ্ন ছিল বাদশাহর কাছে, তবে নীরব ছিলেন অভিনেতা। নির্দোষ প্রমাণ হওয়ার পর স্বাভাবিক জীবনে ফেরেন আরিয়ান খান।

ঊষার আলো-এসএ