UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শিল্পী তপন চৌধুরীর হার্ট অ্যাটাক

usharalodesk
ডিসেম্বর ১, ২০২৪ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়েছেন বাংলা গানের কিংবদন্তি সংগীতশিল্পী তপন চৌধুরী। কানাডার মন্ট্রিয়লে হঠাৎ শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে চিকিৎসকেরা জানান, হার্ট অ্যাটাক হয়েছে তার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী।

পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘গত ৪ দিন আগে শ্রদ্ধেয় শিল্পী তপন চৌধুরীর হার্ট অ্যাটাক হয়েছে এবং গত পরশু তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি আজ হাসপাতাল থেকে তার বাসায় ফিরেছেন। আপনারা সবাই তার জন্য মন থেকে দোয়া করবেন তিনি যেনো সুস্থ হয়ে উঠেন।’

সত্তরের দশকের শেষভাগ থেকে সংগীতের সঙ্গে সম্পৃক্ত তিনি। ১৯৭৯ সালে বাংলাদেশ টেলিভিশনে ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানটি পরিবেশন করার পর সংগীত প্রেমীদের মাঝে সেটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সোলস ব্যান্ডের সঙ্গে ২২ বছর কাজ করার পর তিনি একক সঙ্গীতশিল্পী হিসেবে কাজ শুরু করেন। তিনি প্রায় ৩০০টি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন।

সংগীতশিল্পীর জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘আমি সবকিছু ছাড়তে পারি’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আজ তুমি দূর বহু দূর’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘কী কারণে কান্দ রে মন’, ‘মাটির ইঞ্জিন এই দেহটা পুইড়া হইল কালা’, ‘মনে বড় আশা ছিল যাব মদিনায়’, ‘রাত কেটে যায় একা নিরালায়’, ‘যতবার দীপ জ্বালি জানি না সে দীপ কেন নিভে যায়’ ও ‘আমি দেবদাস হতে পারব না’ ইত্যাদি।

ঊষার আলো-এসএ