UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিশুর জীবন বাঁচাতে শরীরের অস্থিমজ্জা দান, প্রশংসিত সালমান

ঊষার আলো ডেস্ক
জুলাই ৩১, ২০২৪ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

বলিউড তারকা সালমান খান বিশাল হৃদয়ের অধিকারী। এর আগে একাধিকবার কথাটির প্রমাণ পেয়েছে বি-টাউন। সম্প্রতি প্রকাশ পেয়েছে ভাইজানের এরকম আরও একটি মহৎ কাজের কথা।

নিজের অস্থিমজ্জা দিয়ে এক শিশুর প্রাণ বাঁচিয়েছেন তিনি। খবরটি চাউর হতেই প্রিয় তারকাকে প্রশংসায় ভাসাচ্ছেন অনুরাগীরা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

তথ্য বলছে, সালমানই প্রথম ভারতীয়, যিনি অস্থিমজ্জা দান করেছেন। চিকিৎসক সুনীল পারেখ সম্প্রতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পূজা নামের এক শিশুর প্রাণ বাঁচে সালমানের দান করা বোনম্যারোতে।

জানা গেছে, সালমান এমন উদ্যোগ নিয়েছেন শুনে বসে থাকতে পারেননি তার ভাই আরবাজ খান। এগিয়ে আসেন তিনিও। ভাইয়ের মতো নিজেও শরীর থেকে অস্থিমজ্জা দান করেন শিশু পূজাকে।

এ নিয়ে চিকিৎসক সুনীল পারেখ বলেন, ”অস্থিমজ্জার রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় এগিয়ে আসার জন্যে আমি সালমান খানকে ধন্যবাদ জানাই।  ভাইজান ছোট্ট মেয়ে পূজার কথা খবরের কাগজে পড়েছিলেন। একটি ছোট্ট মেয়ে যার অস্থিমজ্জা প্রতিস্থাপনের প্রয়োজন ছিল। তিনি পুরোটাই পড়েছিলেন। দুর্ভাগ্যবশত, সবাই শেষ মুহুর্তে পিছিয়ে গেলে শুধুমাত্র সালমান এবং আরবাজ নিজেদের অস্থিমজ্জা দান করেন।”

এদিকে খবরটি প্রকাশ পেতেই প্রিয় তারকাকে প্রশংসায় ভাসাচ্ছেন অনুরাগীরা। তার এমন মানবিক গুণে মুগ্ধ ভক্তরা।