UsharAlo logo
বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রেষ্ঠ চিংড়ি চাষি হিসেবে পুরস্কার পেলেন রিপন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ চিংড়ি চাষির পুরস্কার পেয়েছেন পাইকগাছা উপজেলা চিংড়ি চাষি সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন।

রয়্যাল ফিস ট্রেডিং এর স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপন মঙ্গলবার (২৫ জুলাই) সকালে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনের অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ এর নিকট থেকে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন।

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মৎস্য অধিদপ্তর খুলনার উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোহাম্মদ তাজুল ইসলাম ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম। এর আগে জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিন সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু’র নিকট থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন চিংড়ি চাষি গোলাম কিবরিয়া রিপন। উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান।