UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাইফ-শাহিদ নয়, যাকে নিয়ে এখনো স্বপ্ন দেখেন কারিনা

বিনোদন ডেস্ক
মার্চ ২৩, ২০২৫ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

বলিউডের অন্যতম সফল দম্পতি পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর খান। একটা সময়ে শাহিদ কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন বেবো। সেই সম্পর্কের কথা প্রায়ই শিরোনামে উঠে আসত। কিন্তু হঠাৎই ছন্দপতন হয়। কারিনার জীবনে আসেন সাইফ। ‘টশন’ ছবির শুটিং থেকে শুরু হয় তাদের প্রেম।

২০১২ সালে অবশেষে বিয়ের পিঁড়িতে বসেন সাইফ-কারিনা। বর্তমানে তারা দুই সন্তানের মা-বাবা। কাজের পাশাপাশি সুখে সংসারও করছেন এ দম্পতি। কিন্তু একটা সময়ে কোনো অভিনেতা নন, কারিনার মনে জায়গা করে নিয়েছিলেন এক রাজনীতিবিদ।

সিমি গারওয়ালের অনুষ্ঠানে কারিনাকে প্রশ্ন করা হয়েছিল, কার সঙ্গে প্রেম করতে চান। সেই প্রশ্নের উত্তরেই এক রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উল্লেখ করেছিলেন অভিনেত্রী।

কারিনা জানিয়েছিলেন, সুযোগ পেলে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে প্রেম করবেন। বেবো এ-ও জানিয়েছিলেন, তিনি নাকি প্রায়ই রাহুলের ছবির দিকে অপলকে তাকিয়ে থাকেন।

বেবো বলেছিলেন, আমার কি এটা বলা উচিত? জানি না— বলা উচিত কিনা। জানি বিতর্কিত মন্তব্য। তা-ও এটা বলব। এর পরেই তিনি রাহুল গান্ধীর নাম নেন।

কারিনা বলেন, আমি ওকে (রাহুল) আরও ভালোভাবে জানতে চাই। আমি অভিনয় পরিবারের মেয়ে। তিনি রাজনৈতিক পরিবারের। তাই আমাদের রসায়ন বেশ ভালোই হবে বলে মনে হয়।

কারিনার এই মন্তব্য বারবার আলোচনায় উঠে এসেছে।

কিছু দিন আগেও কারিনা এই মন্তব্য করেছিলেন— সেই সময়ে রাহুল সত্যিই দারুণ দেখতে ছিলেন। পরে আরেক জায়গায় বলেছিলেন, রাহুল গান্ধীর পদবি খুব জনপ্রিয় বলেই তার নাম উল্লেখ করেছিলেন।

ঊষার আলো-এসএ