UsharAlo logo
শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

usharalodesk
ডিসেম্বর ২০, ২০২২ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাইবান্ধার সাদুল্লাপুরে কৃষকের বাড়িতে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে হাবিজার রহমান (৪৫) নামে এক চোরের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হাবিজার গাইবান্ধা সদর উপজেলার চকমামরোজপুর গ্রামের বাসিন্দা।

এর আগে সোমবার (১৯ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ ভাঙ্গামোড় গ্রামে এ ঘটনা ঘটে।দামোদরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুর রহিম মিয়া জানান, রাতে ভাঙ্গামোড় গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে নুরু মিয়ার গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছিল একদল চোর।

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করে এক চোরকে আটক করে গণপিটুনি দেন। এতে ওই ব্যক্তি গুরুতর আহত হলে তাকে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয় জানতে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়ের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি। এমনকি থানার ডিউটি অফিসারের নম্বরটিও বন্ধ পাওয়া যায়।তবে, গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আবু লাইছ মো. ইলিয়াস জিকু জানান, তিনি বিষয়টি শুনেছেন।

ঊষার আলো-এসএ