UsharAlo logo
রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সানি ব্যতীত মৌসুমীর পরিবার করোনায় আক্রান্ত

ঊষার আলো
এপ্রিল ৬, ২০২১ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : ছেলে ও পুত্রবধূসহ স্ব-পরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী মৌসুমী। তবে ওমর সানীর আক্রান্তের খবর পাওয়া যায়নি। তাদের করোনা টেস্টের রিপোর্ট আসে শনিবার দিনগত রাতে। তাতে ওমর সানী ছাড়া মৌসুমীসহ পরিবারের অন্যান্যদের রিপোর্ট পজিটিভ এসেছে। এ বিষয়টি নিশ্চিত করেন তাদের একমাত্র ছেলে ফারদীন এহসান স্বাধীন।
এহসানের ফেসবুকে থেকে জানা যায়, বাবা ছাড়া আমাদের পরিবারের সবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমার আংকেল রাশিদুজ্জামান মিল্লাত এবং আন্টি ইউনাইটেড হাসপাতালে ভর্তি। আমাদের জন্য আপনাদের দোয়া কামনা করছি। আর যারা আমাদের সংস্পর্শে এসেছেন তাদের সেই অনুযায়ী সতর্কতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের দ্রুত সুস্থতা দান করুন।’
উল্লেখ্য, ২৬ মার্চ অনুষ্ঠিত হয় চিত্রনায়িকা মৌসুমী ও নায়ক ওমর সানীর একমাত্র ছেলের বিয়ে। জমকালো আয়োজনে আকদ অনুষ্ঠিত হয়। সেখান থেকেই সবাই আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গত ২৪ ফেব্রুয়ারি একসঙ্গে করোনার টিকা নিয়েছিলেন মৌসুমী ও ওমর সানী।

(ঊষার আলো-এমএনএস)